সোমবার ০৬ মে ২০২৪
Online Edition

১৪৯ রানে গুটিয়ে  গেছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস : দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৯৮ রানে অলআউট করেও স্বস্তিতে নেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়াসে প্রথম ইনিংসে ১৪৯ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। শাই হোপ আর জার্মেইন ব্ল্যাকউড ছাড়া আর কেউ দাঁতে পারেনি রাবাদা-লুঙ্গি-মুল্ডারদের সামনে।প্রোটিয়ারা দ্বিতীয় দিনটি শুরু করেছিল ৫ উইকেটে ২১৮ রান নিয়ে। তবে দলের স্কোরটাকে ৩০০ তে নিয়ে যেতে ব্যর্থ হন ডি ককরা। প্রোটিয়া ইনিংসের পর ব্যাটিংয়ে নেমে প্রথম বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কাগিসো রাবাদার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ৫৪ রানেই ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। শাই হোপের ৪৩ ও ব্ল্যাকউডের ৪৯ রানের সুবাদে শেষ পর্যন্ত ১৪৯ রান তোলে উইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে মুল্ডার ৩টি উইকেট নেন। এছাড়া কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও কেশব মহারাজ দুটি করে উইকেট লাভ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ